রবিবার , রাত ৯:১১ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

logo

মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসা

Master Abdullah Ideal Academy & Madrasa | Jaintapur, Sylhet.

মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসা

Master Abdullah Ideal Academy & Madrasa, | Jaintapur, Sylhet.

মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত ট্রাষ্ট

সংস্থা ও সদস্যদের তালিকা

এ প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা এবং প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখার স্বার্থে আমাদের পারিবারিক একটি সমিতি/ট্রাষ্টের মাধ্যমে এ প্রতিষ্ঠান পরিচালিত হবে। নিম্নে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তথা ট্রাষ্টিদের নাম দেয়া হল।

জনাব সেলিম মোঃ আলী আসগর (এডভোকেট)

প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান

জনাব সেলিম মোঃ আলী আসগর (এডভোকেট)

জনাব সেলিম মোঃ আলী আসগর মাষ্টার আব্দুল্লাহ সাহেবের পাঁচ পুত্রসন্তান এবং এক কন্যা সন্তানের মধ্যে ২য় ছেলে। তিনি সেন্ট্রেল জৈন্তা উচ্চবিদ্যালয় হতে কৃতিত্বের সহিত এসএসসি, সিলেট সরকারী কলেজ (সাবেক এম.সি কলেজ) হতে এইচএসসি, শাজজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস-অনার্স ও এমএসএস (১ম ব্যাচ) মেট্রোপলিটান ইউনিভার্সিটি হতে এলএলবি পাশ করে করেন ও ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘদিন কলেজে অর্থনীতি বিষয়ে (প্রায় ১২ বছর) অধ্যাপনা করেছেন। ২০১০ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী সনদ অর্জন করে সিলেট জজকোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী হিসেবেও সনদ লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের জনক। উনার প্রথম দুই পুত্র সন্তান জীবীত। ১ ম সন্তান আব্দুল্লাহ সাকীব মারুফ শাবিপ্রবিতে ২ বছর পড়ালেখা করে বর্তমানে কানাডায় স্টুডেন্ট ভিসায় গিয়ে অধ্যয়ন রত এবং ২য় ছেলে সাইফুল্লাহ নাসীফ মাহী ১০ম শ্রেণীতে পড়াশোনা করছে। তিনি বৃটেন সহ প্রায় ০৯টি দেশ ভ্রমন করেছেন এবং নানা প্রতিষ্ঠান ও সামাজিক কর্কান্ডের সহিত জড়িত।

জনাব টি. এম. আলী নেওয়াজ

সদস্য

তিনি মাষ্টার মরহুম আব্দুল্লাহ সাহেবের বড় সন্তান।
তিনি সেন্ট্রেল জৈন্তা উচ্চবিদ্যালয় হতে এসএসসি, সিলেট সরকারী কলেজ (বর্তমান এমসি কলেজ) হতে এইচএসসি পাশ করেন এবং বিএসএস এবং এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি সরকারী চাকুরীজীবী( ফরেষ্ট ডিপার্টমেন্ট এ কর্মরত আছেন) তিনি বিবাহিত এবং দুই ছেলে সন্তানের জনক।

কে. এম আলী সরওয়ার

সদস্য

তিনি মাষ্টার মরহুম আব্দুল্লাহ সাহেবের তৃতীয় সন্তান।
তিনি কুরআনে হাফীজ এবং গাছবাড়ী কামিল মাদ্রাসা হতে আলিম পাশ করে ফাজিল ও কামিল ডিগ্রী অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। তিনি বর্তমানে মাষ্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্ব পালন করছেন।

জনাব এস. এম আলী রেজা

সদস্য

তিনি মাষ্টার মরহুম আব্দুল্লাহ সাহেবের চতুর্থ সন্তান।
তিনি হারিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় হতে এসএসসি পাশ করেন এবং সিলেট এমসি কলেজ হতে বিএসএস ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি একটি চা বাগানের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

জনাব জুবায়ের মোঃ আলী আশরাফ

সদস্য

তিনি মরহুম মাষ্টার আব্দুল্লাহ সাহেবের পঞ্চম সন্তান।
তিনি বি.এ পাশ। তিনি কিছুদিন প্রবাসে ছিলেন; বর্তমানে দেশে ব্যবসার সাথে জড়িত। তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক ছেলেসন্তানের জনক।

জনাব মাওঃ মোঃ আব্দুল হাই

সদস্য

জনাব আব্দুল্লাহ সাকীব মারুফ

সদস্য