রবিবার , রাত ৯:১৯ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

logo

মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসা

Master Abdullah Ideal Academy & Madrasa | Jaintapur, Sylhet.

মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসা

Master Abdullah Ideal Academy & Madrasa, | Jaintapur, Sylhet.

ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

“মুত্তাকী তারাই যারা গায়েবের প্রতি বিশ্বাস করে; নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে” –সূরাঃ বাকারাহ-০৩

হাদীসের পরিভাষায় মানুষের মৃত্যুর পর আমলের সকল দরজা বন্ধ হয়ে গেলেও তিনটি আমল জারী থাকে যথাক্রমে; সাদকায়ে জারিয়াহ্ (মসজিদ-মাদ্রাসা, সেবামূলক প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক কাজ); উত্তম ইলম ( মানুষকে নৈতিক ও কল্যাণমূলক শিক্ষায় শিক্ষিত করা ও এর ব্যবস্থা করা); নেককার সন্তান( যেসকল সন্তান নেক আমল করবে এবং মাতা-পিতার জন্য দোয়া করবে)। মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসায় অনুদানের মাধ্যমে আপনি উক্ত তিনটি আমল করার এক মহান সুযোগ পেতে পারেন। কেননা এখানে কুরআন-হাদীস- অধুনিক শিক্ষার সুসমন্বয়ের মাধ্যমে উত্তম শিক্ষা ও নৈতিক গুনাবলী সম্পন্ন মানুষ গড়ার চেষ্টা অব্যাহত থাকবে। ব্যক্তি নামের প্রতিষ্ঠান হলেও মূলতঃ এ প্রতিষ্ঠান একটি সার্জননীন ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান। এ পর্যন্ত আমরা সাধারণভাবে অনুদানের জন্য বলিনি। কিন্তু এখন প্রতিষ্ঠানটি একটি ভিত্তির উপর দাড় করিয়ে আপনাদের নিকট অনুদানের আহবান জানাচ্ছি। প্রত্যেকে সামর্থ্যানুযায়ী এগিয়ে এসে আখেরাতের জন্য কল্যাণ হাসিলের খালেছ নিয়তে অনুদান প্রদানে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। আপনার অনুদান স্বচ্ছতার সাথে ১০০% সদকায়ে জারিয়ার কাজেই ব্যয় করা হবে।

অনুদান প্রেরণের মাধ্যমঃ

হিসাবের নামঃ মাস্টার আব্দুল্লাহ আইডিয়াল একাডেমী এন্ড মাদ্রাসা
সঞ্চয়ী হিসাব নং- ২০৫০১০৪০২০৬০৯৫৫১৮
ইসলামী ব্যাংক লিমিটেড
সিলেট শাখা
তালতলা, সিলেট। 

বিকাশ নাম্বারঃ ০১৭১১-৯৭৩৩৫৯ (পার্সোনাল) । 

For Overseas:

A/C Name: Master Abdullah Ideal Academy and Madrasa
A/C No: 20501040206095518
Islami Bank Ltd.
Sylhet Branch
SWIFT Code: IBBLBDDH104
Routing No: 125913551

bKash Number: 01711-973359 (Send Money)